ক্রীড়া প্রতিবেদক :
তার কাঁধের স্ক্যান/এমআরআই করানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় বিসিবি ও সাসেক্স।
তবে সংশ্লিষ্টদের প্রাথমিক তথ্য অনুযায়ী কাঁধে পুরনো ব্যাথা হাল্কা অনুভব করছেন মুস্তাফিজ। এ কারণে বোলিংয়ে বিশেষ কিছু করতে পারেননি দ্বিতীয় ম্যাচে! অনেকেরই ধারণা মুস্তাফিজ হয়তো সাসেক্সের হয়ে এ মৌসুমে আর খেলবেন না! তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিসিবিতেও একই গুঞ্জন।
তবে জানা গেছে বিসিবি মুস্তাফিজকে এখনই দেশে ফেরত আনবে না। তাকে সেখানে রেখেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে ক্রিকেট বোর্ড। এ বিষয়ে বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন,‘যেহেতু ইংল্যান্ডে আমাদের থেকে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে তাই আমরা এ সুযোগটা হাতছাড়া করবো না। বোর্ড মুস্তাফিজকে ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনবে।’
বোর্ডের পাশাপাশি মুস্তাফিজের চিকিৎসার দায়িত্ব নিবে সাসেক্স কর্তৃপক্ষও। সুজন বলেছেন,‘যেহেতু ও চুক্তিবদ্ধ খেলোয়াড়, ইনস্যুরেন্স তো থাকবেই।’
মুস্তাফিজের ইনজুরি নিয়ে সুজনের বক্তব্য,‘ইনজুরিটা আসলে কতটুকু এটা জানা যায়নি। হালকা একটা ব্যাথা অনুভব করছে সেটাই আমি জানি। এ জন্যই আসলে খেলা হয়নি। এমনও হতে পারে দুইদিন পর আবার খেলতে পারছে। আমাদের (বোর্ডের) ওইভাবে প্রেসক্রিপশন করা আছে যদি হালকা ব্যাথা থাকে ওই ব্যাথা নিয়ে খেলানো হবে না। দ্বিতীয় ম্যাচে ব্যথা অনুভব করায় তৃতীয় ম্যাচে আর খেলেনি মুস্তাফিজ।’
কাউন্টিতে নিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিজের মান অনুযায়ী আলো ছড়াতে পারেননি বাঁহাতি এ পেসার।