ক্রীড়া ডেস্ক :
এমন সময় মেসির স্ত্রী অ্যান্তোনেলার ইনস্ট্রাগ্রামে প্রকাশিত ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রীয়া। অ্যান্তোনেলা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে পাকা চুলের অধিকারী এক হাস্যোজ্জ্বল মেসিকে দেখা যাচ্ছে।
মূলত মেসি তার চুলে রং করেছেন। বাদামী রংয়ে নিজের চুলকে রাঙিয়েছেন। নতুন রংয়ের চুলে অন্যরকম লাগছে বিশ্বসেরা এই ফুটবলারকে। তার নতুন রংয়ের চুল দেখে তারা ভক্তরাও বিস্মিত। মেসি সাধারণত এমনটি করেন না। তার স্ত্রী তো বিস্ময় নিয়ে লিখেছেন ‘স্বর্ণকেশী বালক’।
ইউরো ২০১৬ তে অবশ্য ওয়েলস ও আর্সেনালের তারকা অ্যারোন রামসিকে এই রংয়ে চুল রাঙাতে দেখা গিয়েছিল। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ফিল জোন্স ও ম্যানচেস্টার সিটির সামির নাসরিও চুল রাঙিয়েছিলেন বাদামী রংয়ে।
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মেসি অবকাশযাপনে গিয়েছিলেন। ছুটি কমিয়ে ইতিমধ্যে তিনি বার্সেলোনা শিবিরে যোগ দিয়েছেন। ৬ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামবেন মেসি।