আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে আমেরিকা ও অন্য কোনো দেশের কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে অন্য কোনো দেশকে সিদ্ধান্ত নিতেও দেয়া হবে না।
তিনি বলেন, গত বছরের জুলাই মাসে পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা চুক্তির পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়েছে তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ কেউ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে- ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবের কোনো সম্পর্ক নেই। কারণ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয়।
হোসেইন দেহকান আরো বলেন, মার্কিন নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নির্বাচনী প্রচারণার অংশ করে ফেলেছেন। এছাড়া, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি নেতৃত্বাধীন আরব জোটের প্রতিক্রিয়াশীল সরকারগুলো আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেছে। কিন্তু বিভিন্ন দেশের কাছে ইরান এটি প্রমাণ করে দিয়েছে যে, তেহরান তার নিজের স্বার্থে কাজ করে এবং নিজের নিরাপত্তা কীভাবে রক্ষা করতে হয় তা তার জানা আছে। ইরান তার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য প্রয়োজন অনুসারে নিজেকে প্রস্তুত করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের সীমারেখা মানবে না।