নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে রিখটার স্কেল ৪ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্পন অনুভূত হয়েছে।
বুধবার সকালে অনুভূত এই ভূমিকম্প হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা এ কে এম রুহুল কুদ্দুস জানান, সকাল ১০টা ২০ মিনিটি ৩০ সেকেন্ডে ভূমিকম্প হয়।
তিনি বলেন, ঢাকা থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে হালকা মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের পাকুক্কু এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৯, যা হালকা ধরনের।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠের ৯৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়।
এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী’, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ’ এবং মাত্রা ৮ এর বেশি হলে ‘অত্যন্ত ভয়াবহ’ ভূকম্পন ধরা হয়।
সবশেষ গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ।এটিরও উৎপত্তিস্থল মিয়ানমারে ছিল বলে ইউএসজিএসের তথ্য।