আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মেডিক্যাল মিশনকে ভিসা দিতে অস্বীকার করেছে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন। সাম্প্রতিক সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য এ মিশন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিল।
সিনিয়র চিকিৎসক এবং প্যারামেডিক্সের ৩০ সদস্য নিয়ে গঠিত মেডিক্যাল মিশনকে ভারতীয় হাইকমিশন ভবনেই ঢুকতে দেয়া হয়নি। মিশরের সমন্বয়কারী ডা. নাসির হামদানি ইসলামাবাদের এ কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, ভারতীয় হাই কমিশন তাদের ভিসা আবেদন পত্র হাতে হাতে নিতে অস্বীকার করেছে। তারা অনলাইনে ভিসার আবেদন করেছন এবং প্রয়োজনীয় কাগজপত্র কুরিয়ার কোম্পানির মাধ্যমও পাঠিয়েছেন।
ডা. হামাদানি বলেন, রাজনৈতি নয় বরং মানবিক দিক বিবেচনা করে তারা ভিসার আবেদন করেছিলেন।