নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর কল্যাণপুরে একটি ভবনে যৌথ বাহিনী অভিযানে নিহত ৯ জনের সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবি সদস্য এবং তাদের সঙ্গে আইএস’র কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।
আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে সাংবাদিকদের তিনি জানান, “অভিযানে ৯ জন নিহত হয়েছে। সবাই জঙ্গি পোশাক পরিহিত। তাদের সঙ্গে ব্যাকপ্যাক রয়েছে। পোশাকের রং কালো ও পাগড়ি ছিল। আমরা মনে করি এরা সবাই জেএমবি। ওরা দাবি করে, আমরা আইএস’র লোক। কিন্তু আইএস’র সঙ্গে আমরা কোনো সম্পৃক্ততা কখনো পাইনি। এরা সব স্থানীয় বাংলাদেশেরই জঙ্গি।’
এদিকে, কল্যাণপুরে যৌথ বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’-এ নিহত জঙ্গিদের নাম জানিয়েছেন গুলিবিদ্ধ হাসান ওরফে বাইক হাসান। পুলিশ তাকে জঙ্গি হিসেবে আটক করলেও তার দাবি তিনি বাবুর্চি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হাসান জানান, অভিযানে যারা নিহত হয়েছেন তারা হলেন- রবিন, অভি, আতিক, সোহান, ইমারন, তাপস, ইকবাল,সাব্বির ও অজ্ঞাত এক যুবক।
তিনি দাবি করেন, এক মাস আগে তিনি ওই বাসায় আসেন। তিনি বাবুর্চি হিসেবে সেখানে নিয়োগপ্রাপ্ত হন। তার কাজ ছিল ওই মেসে অবস্থানকারী নয়জনের রান্না করে দেয়া। তার বাড়ি বগুড়ার জীবননগর এলাকায়। বাবার নাম রেজাউল করিম। তিনি বগুড়ার শাহ সুলতান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
আজ (মঙ্গলবার) সকাল ৫ টা ৫১ মিনিট থেকে ৬ টা ৫১ মিনিট পর্যন্ত রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এতে নয়জন ‘জঙ্গি’ নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।