আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে সব ধরনের সংঘর্ষ এড়াতে চায় আমেরিকা। ওয়াশিংটন এ ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় বলেও তিনি উল্লেখ করেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পারফেক্টো ইয়াসের সঙ্গে বৈঠকের সময় কেরি এসব কথা বলেছেন। দক্ষিণ চীন সাগর নিয়ে আরবিটেশনে ম্যানিলার বিজয় নিয়েও দুই শীর্ষ কূটনীতিক আলোচনা করেন। চলতি মাসের গোড়ার দিকে হেগের আন্তর্জাতিক আদালত দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবির বিপরীতে ফিলিপাইনের পক্ষে রায় দেয়। রায় প্রত্যাখ্যান করে চীন বলেছে, বেইজিংয়ের কাছে এ রায়ের কোনো মূল্য নেই।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশেরই মালিকানা দাবি করছে বেইজিং। অন্যদিকে, ফিলিপাইনসহ আঞ্চলিক আরো অন্তত চারটি দেশ চীন সাগরের মালিকানা দাবি করে। আমেরিকা অনেকটা অযাচিতভাবে এসব দেশের পক্ষে দাঁড়িয়েছে। চীন বার বার বলেছে, আঞ্চলিক সমস্যায় জড়ানো আমেরিকার উচিত হবে না।