স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার এমআরআই রিপোর্টে মুস্তাফিজের বাঁ কাঁধের স্ল্যাপে (অস্থিসন্ধির একটি অংশে) সমস্যা ধরা পড়ে। চোটটা এতটাই গুরুতর যে, সাসেক্সের হয়ে এ মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছে না। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স। বুধবার দুপুরে সাসেক্সে অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়, বাম কাঁধের ইনজুরির কারণে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি আর খেলতে পারবেন না বাংলাদেশের বাঁহাতি এই পেসার। সাসেক্স যদি নক আউট পর্বে উঠে তাও মুস্তাফিজের খেলা নিশ্চিত নয়। এই সপ্তাহে আরেকবার কাঁধের চোটের জায়গায় স্ক্যান করানোর পর পরিস্থিতি বুঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে (বিসিবি) আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সাসেক্স। তবে সাসেক্সের নক আউট খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাউথ গ্রুপে আছে তারা ছয় নম্বরে। আর ওয়ানডে কাপে পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে তাদের অবস্থান একেবারে তলানীতে। যদিও কোনো ভাবে সাসেক্স নক আউট পর্বে উঠেও যায়, তবুও মুস্তাফিজের চোটের এই অবস্থায় খেলার সম্ভাবনা সামান্যই। বুধবারই বিসিবি জানিয়েছে, মুস্তাফিজকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নেওয়া হবে না। সাসেক্সও একরকম বিদায়ই জানিয়ে দিয়েছে মুস্তাফিজকে। চোট থেকে মুস্তাফিজের দ্রুত আরোগ্য লাভ এবং ভবিষ্যতের জন্য শুভকামানও জানিয়েছে সাসেক্স। কাজেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মুস্তাফিজের প্রথম অভিযান আপাতত শেষ, ধরে নেওয়াই যায়। গেল রোববার গ্লুস্টারশায়ারের বিপক্ষে তাদের মাঠে ম্যাচ খেলার কথা ছিলো। তবে শনিবার এই ম্যাচকে সামনে রেখে নেট অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। সেখানে তাৎক্ষণিক চিকিৎসা করে এমআরআই পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকালই এমআরআই রিপোর্টে জানা যায়, মুস্তাফিজের বাঁ কাঁধের স্ল্যাপে (অস্থিসন্ধির একটি অংশে) ধরা পড়েছে সমস্যা। চোটটা এতটাই গুরুতর যে, সাসেক্সের হয়ে অভিষেকেই আলো ছড়ানো মুস্তাফিজের আর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। এদিকে, বিসিবি জানিয়েছে, বর্তমানে যে এমআরআই রিপোর্ট হাতে আছে সেটা দিয়ে বাঁ-হাতি এই পেসারের অবস্থাটা পরিস্কার না। সে কারণে, পুনরায় আবারও তার এমআরআই করানো হবে। আর দুই-একদিন বাদে সেই রিপোর্ট হাতে আসার পর সেটা দেখে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। গেল বৃহস্পতিবার সাসেক্সের হয়ে কাউন্টির টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলেন মুস্তাফিজ। সেখানে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ অব দ্য ম্যাচও হন। যদিও নিজের দ্বিতীয় ম্যাচে সারের বিপক্ষে ছিলেন অনুজ্জল ছিলেন, দলও পায় হারের স্বাদ। – See more at: http://www.deshebideshe.com/news/details/80101#sthash.JTp9WhvG.dpuf