স্পোর্টস ডেস্ক : লর্ডসে পাকিস্তানের কাছে হেরে যায় ইংল্যান্ড। এতে টনক নড়েছে স্বাগতিকদের। এরপর তারা দ্বারস্ত হয় আরেক পাকিস্তানি সাকলাইন মুস্তাকের কাছে। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে সাবেক এই স্পিনারের পরামর্শে ইংলিশ স্পিনাররা ভালো করেছেন। ইংল্যান্ডের স্পিনার মঈন আলী যেমন দুই ইনিংস মিলে নিয়েছেন পাঁচ উইকেট। খরচ করেছেন ১৩১ রান। ওই ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে ৩৩০ রানে।
এটা হয়তো মনে ধরেছে ইংলিশদের। আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে পরিকল্পনার অংশ হিসেবে সাকলাইন মুস্তাককে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার কথা ভাবছে তারা। বাংলাদেশের স্পিনবান্ধব উইকেটের কথা নিশ্চয়ই মাথায় রয়েছে ইংল্যান্ডের।
অ্যালিস্টার কুকের দলে স্পিনারদের মধ্যে সম্প্রতি আলো ছড়াচ্ছেন মঈন আলী ও আদিল রশিদ। এই দুই স্পিনারকে নিয়ে কাজ করবেন সাকলাইন। বাংলাদেশ সফরে পাকিস্তানের কিংবদন্তি এই স্পিনারকে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেলিস। এই সফরের পাকাপাকি সিদ্ধান্ত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউসকে তিনি পরামর্শ দিচ্ছেন সাকলাইনকে নিয়োগ দিতে।
সাকলাইনকে পেলে দলের জন্য মঙ্গলজনক হবে উল্লেখ করে ইংলিশ কোচ বেলিস বলেন, ‘মো (মইন) ও রাশ (রশিদ) তার (সাকলাইনের) সঙ্গে কাজ করাটা উপভোগ করছে। তাকে পাওয়া দলের জন্য ইতিবাচকই হবে। আমরা তাকে আবারো পাওয়ার জন্য মুখিয়ে আছি।’
প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা জাগে। শুধু বাংলাদেশই নয়, ভারত সফর নিয়েও তাদের আপত্তি রয়েছে। আগামী মাসে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসবে ইংল্যান্ড। ইতিবাচক ফল হাতে পেলেই কি না সিরিজ দুটির নিশ্চিয়তা পাওয়া যাবে। তবে বসে নেই ইংল্যান্ড। নিজের গোছানোর কাজটা আগেই সেরে রাখছে তারা।