আন্তর্জাতিক ডেস্ক :
সীমান্তে ‘যুদ্ধ’ লেগে গিয়েছিলো দুই প্রতিবেশি ভারত ও চীনের। এমন কি দুই দেশের সীমান্তরক্ষীরা নাকি এক ঘণ্টার মতো সময় মুখোমুখি লড়াইয়েও জড়িয়ে পড়েছিলো। এমন বিস্ময়কর তথ্য জানিয়েছেন ভারতের উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী।
উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী হারিশ রাওয়াত জানান, এক সপ্তাহ আগে সীমান্তের ৮০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সীমান্তরক্ষীরা। এর সংঘর্ষের মূল কারণ ছিলো চীনা সেনাদের ভারতে অনুপ্রবেশ, দাবি করেন হারিশ।
তবে কোন পক্ষের কতোজন সেনা এ ‘যুদ্ধে’ জড়ায় তা জানান তিনি। জানানো হয়নি, সংঘর্ষের ফলে কাদের কতোজন সেনা হতাহত হয়েছে।
উত্তরখন্ডজুড়ে প্রায় ৩৫০ কিলোমিটার এলাকায় দুই দেশের সীমান্ত বিস্তৃত। এই সীমান্তকে যথেষ্ট শান্তিপূর্ণ বলে মনে করা হয়। তবে গত কয়েক বছরে বেশ কয়েকবার চীনাদের ভারতে ঢুকে পড়ার খবর এসেছে।
উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী মনে করেন, কেন্দ্রীয় সরকার শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জানান, সংঘর্ষের ঘটনা ঘটে যাওয়া এলাকায় পাহাড়া জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের উদ্যোগও নিয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ মনে করছে, চীন এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটাচ্ছে। তাদের যুক্তি হলো, নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপে ভারতের অংশগ্রহণের বিরোধিতা করেছিলো চীন, তারপরও ভারত সেই গ্রুপে আছে। এই কারণেই ভারতের উপর ‘অন্য দৃষ্টি’ ফেলছে চীনারা।
এ বিষয়ে বেইজিং থেকে কোনো রকম খবর পাওয়া যায়নি। ভারতের পক্ষ থেকে তাদের সীমানায় ঢুকে পড়ার যে অভিযোগ করা হচ্ছে, সে বিষয়েই চীন কিছু বলেনি।