স্পোর্টস ডেস্ক :
মেসির মাথার বাদামি রঙের চুল হঠাৎ করেই নাই হয়ে গেছে! নাহ, তিনি চুল ফেলে দেননি একেবারে। চুল আছে, তবে তা ঝলমলে সোনালী!
কোপা জিততে না পারার ব্যর্থতায় মুষড়ে পড়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনে সাফল্যের তুঙ্গে থাকলেও জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারেননি তিনি। স্বভাবতই মন খারাপ থাকার কথা তার। তবে মন খারাপকে আড়াল করে স্ফূর্তিতেই আছেন মেসি। নিজের চেহারাটাই যে বদলে ফেলেছেন তিনি!
কোপা আমেরিকার ফাইনালের পর মিডিয়াতে তেমন দেখা যায়নি তাকে। ফাইনালে চিলির কাছে হারের পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকা।
ছোট্ট বিরতির পর আবার ফিরেছেন তিনি। চালিয়ে যাচ্ছেন অনুশীলন। সেই অনুশীলনেই দেখা গেলো মেসির নতুন ধবধবে চুলের রূপ। কোপা আমেরিকায় লম্বা দাড়ি দেখা গিয়েছিলো মেসির অবয়বে। সেই দাড়ি ছেঁটে করে ফেলেছেন ছোট।
বাদামি- সোনালীর মিশ্রণ লেগে আছে দাড়িতে। এর সঙ্গে আরো ঝলমলে সোনালী চুল। এই মেসিকে চেনা তো কঠিনই হয়ে গেছে! সেটা বোঝা গেছে, মেসির স্ত্রীর ইন্সটাগ্রাম দেখেও। একদম স্বর্ণ-শুভ্র চুলের মেসির ছবি দিয়ে বিস্ময়ই প্রকাশ করেছেন তিনি। হয়তো চিনতেই পারেননি!
বদলে যাওয়া মেসি আপাতত প্রাক মৌসুম প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন। ছুটি অবশ্য আরো কিছুদিন ছিলো। কিন্তু মেসির আর কতোদিন মাঠের বাইরে থাকতে ভালো লাগে! তাই ছুটি শেষ হওয়ার আগেই মাঠে নেমে গেছেন তিনি।