আইনজীবী আসাদের ১০ দিনের রিমান্ড আবেদন
না’গঞ্জক্রাইমনিউজবিডি২৪.কম: জামায়াত নেতাদের আইনজীবী আসাদ উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তা ছাড়া আসামি আসাদের পক্ষে জামিন আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন উভয় পক্ষের শুনানি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানান। আদালতে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক, কামাল হোসেন, বোরহান উদ্দিন ও শাকিল।মামলার আইনজীবী রাইজিংবিডিকে বলেন, ডিবি পুলিশ আইনজীবী আসাদ উদ্দিনের কাছ থেকে একটি মোবাইল সেট জব্ধ করে। এ মোবাইলে জামায়াত নেতাদের নামসম্বলিত একটি খুদে বার্তা পাওয়া যায়। যাতে রাজধানীর একটি রেস্তোরায় দলীয় মিটিং করার কথা লেখা ছিল। এর আগে গতকাল রোববার তিন দিন পর আসাদ উদ্দিনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার তার রিমান্ড ও জামিন শুনানি হতে পারে বলে জানান তার আইনজীবী আব্দুর রাজ্জাক। অ্যাডভোকেট আসাদ উদ্দিন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ অন্য নেতাদের আইনজীবী। গত ২২ অক্টোবর সন্ধ্যায় আইনজীবী শিশির মুহাম্মদ মনিরের মোহাম্মদপুরের বাসায় পুলিশ দুই দফা অভিযান চালায়। একই দিন বেলা ২টায় আইনজীবী আসাদ উদ্দিনকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড়ে বাস থেকে ডিবি পুলিশ থেকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।