আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিষেধাজ্ঞার তালিকায় রাখার মাধ্যমে আমেরিকা সীমা লঙ্ঘন করেছে এবং কার্যত এটা পিয়ংইয়ং’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে বলে মন্তব্য করেছেন দেশটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন বিষয়ক বিভাগের মহাসচিব হেন সং রিওল এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড পিয়ংইয়ং’র বিরুদ্ধে যু্দ্ধ ঘোষণার শামিল। আজ (বৃহস্পতিবার) ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
আমাদের দৃষ্টিতে আমেরিকা রেড লাইন অতিক্রম করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় বারের মতো এই অভিশপ্ত অপরাধকে আমরা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করছি।
উত্তর কোরিয়ায় ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির নেতা কিম জং উনের ওপর প্রথমবারের মতো একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এছাড়া, নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তি, সরকারের পাঁচ মন্ত্রী এবং বিভাগ রয়েছে বলে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে।
এরই মধ্যে উত্তর কোরিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। তবে এই প্রথম দেশটির নেতা কিম জং উনকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হলো।