স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে অদ্ভুত এক দৃশ্য ফুটবলপ্রেমীদের আমোদিত করে। সেবার রোমানিয়া ফুটবল দলের সব খেলোয়াড় নিজেদের মাথার চুল স্বর্ণালি করে ফেলেন। স্বর্ণালি চুল সৌভাগ্য বয়ে আনবে বলে তাদের বিশ্বাস ছিল। বিষয়টি নিয়ে তখন মিডিয়ায় অনেক আলোচনা হয়। তবে স্বর্ণালি চুল সেবার তাদের ভাগ্য ফেরাতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার কাছে হেরে তারা বিদায় নেয়। অনেকের কাছে সেটা অদ্ভুত ঠেকলেও ক্রমে সেটা স্টাইলে পরিণত হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন ফুটবলারেকে মাঝেমধ্যেই চুলের রঙ স্বর্ণালি করতে দেখা যায়। তবে এই রঙকে স্বর্ণালি না বলে সাদা বলা যায়। মাথার চুলগুলো ঠিক স্বর্ণালি হয়ে ওঠে না। ফুটবলারদের মধ্যে চুল সাদা করার এই প্রবণতা সম্প্রতি খুব বেড়ে গেছে। সম্প্রতি বর্তমান বিশ্বের তর্কসাপেক্ষে সেরা খেলোয়াড় লিওনেল মেসিও চুল সাদা করলেন। তার ক্লাব সতীর্থ নেইমারকে আগে চুলের এই স্ট্রাইল করতে দেখা গেছে। কিন্তু সাধারণত স্টাইলের দিকে অত নজর না দেয়া মেসির এমন স্টাইলে অনেকের চোখ কপালে। মেসির এমন চুল রঙ করার রহস্য এখনও জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন, ভাগ্য ফেরাতেই তিনি এই কাজ করেছেন। এ বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে জেতাতে পারেননি তিনি। চিলির বিপক্ষে ফাইনালে হলুদ কার্ড খাওয়ার পাশাপাশি পেনাল্টি মিস করেন। এরপর ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এছাড়া কর ফাঁকির অভিযোগে কয়েক দিন আগে স্পেনের একটি আদালত তাকে ১.৭ পাউন্ড জরিমানা করে। এছাড়া সামনের ব্যালন ডি’অর জয় নিয়েও তিনি পড়েছেন বড় শঙ্কায়। এই পুরস্কারের জন্য এবারের দাবিদার মনে করা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গত মৌসুমে তার ক্লাব রিয়ল মাদ্রিদকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতানো পর নিজ দেশ পর্তুগালকে জিতিয়েছেন ইউরো কাপের শিরোপা। এতে ব্যালন ডি’অর জয়ের পাল্লা রোনালদের দিকে অনেক ঝুঁকে পড়েছে। সব মিলিয়ে কোণঠাসা এখন মেসি। তাই ভাগ্য ফেরাতেই কি-না তিনি এমন চুল করেছেন। মূলত, চুলের রঙ সাদা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ইউরো কাপ চলাকালে। বেলজিয়ামের ফুটবলার মারুয়ান ফেলাইনি। মাথায় ঝাকড়া চুল। ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হঠাৎ দেখা গেলো তার মাথার চুলগুলো সব সাদা। এরপর সেমিফাইনালে ওয়েলসের অ্যারোন রামসির মাথায় দেখা গেলো সাদা চুল। ইউরো কাপ শেষ হওয়ার পর সবাই নিজ নিজ ক্লাবে ফেরে। ম্যানচেস্টার সিটির সামির নাসরি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফিল জোন্সের মাথায় দেখা যায় সাদা চুল। এরই মধ্যে আবার এই কাতারে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান ফরোয়ার্ড হামিস রদ্রিগেজ।