ক্রীড়া ডেস্ক :
ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে প্রথমবারের মত আমেরিকার মাঠে গড়াচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। টুর্নামেন্টে আজ ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া জোউকসের বিরুদ্ধে আজ শনিবার মাঠে নামছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
সাকিবরা ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। আট ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন সবার উপরে রয়েছে তারা। আর আট ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে জোউকস।
এবারের আসরে জ্যামাইকা তালাওয়াশের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ব্যাট হাতে তিনি ১৩০ রান করেছেন। এর মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। বল হাতে তিনি নিয়েছেন ছয়টি উইকেট।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার দক্ষিণ ফ্লোরিডার রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টার্ফ গ্রাউন্ডে। এর মধ্যে দুটি ম্যাচ খেলবে সাকিবের জ্যামাইকা তালওয়ার্স। ৩০ ও ৩১ জুলাই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।