সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১৮ ও এক শিবিরকর্মীসহ নাশকতা ও বিভিন্ন মামলার ৪৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে ৪৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এ অভিযান অব্যাহত থাকবে।
সূত্র : jagonews