নতুন মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব নেবেন বৃহস্পতিবার
২৪ ঘন্টা খবর : নতুন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিনই দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মোশাররাফ হোসাইন এ তথ্য জানান। ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এটাই তার সর্বশেষ ব্রিফিং। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইনকে তিন বছরের জন্য চুক্তিতে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শফিউল আলমকে ২১তম মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব হচ্ছে জনপ্রশাসনের সর্বোচ্চ পদ। মোশাররাফ হোসাইন বলেন, ‘২৯ অক্টোবর অপরাহ্নে নতুন ক্যাবিনেট সেক্রেটারি দায়িত্বভার গ্রহণ করবেন। আমিও ওইদিন দায়িত্ব হস্তান্তর করব।’ বিদায় উপলক্ষে মোশাররাফ হোসাইন বলেন, ‘যাচ্ছি মানে একেবারে যাচ্ছি না। আমি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস আমার জায়গায় যিনি আসবেন তিনিও আপনাদের সঙ্গে ভাল পার্টনারশিপ ডেভেলপ করবেন।’ ‘এখানে (বিদায়ে) কোনো আনু্ষ্ঠানিকতা নেই। আমাদের কোনো ফরমাল ফেয়ারওয়েল হচ্ছে না। একসঙ্গে মিটিং হচ্ছে, সচিব সভা হয়েছে সেটা ছিল শেষ সচিব সভা। মন্ত্রিসভারও শেষ বৈঠক হলো’ যোগ করেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে ব্রিফিং শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এটা স্যারের (মোশাররাফ হোসাইন) শেষ মন্ত্রিসভা বৈঠক। আজকের বৈঠকে অনেক মন্ত্রী স্যারের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। তাকে (মোশাররাফ) ধন্যবাদ জানিয়েছেন। তারা (মন্ত্রীরা) স্যারকে মিস করবেন এ কথাও অকপটে বলেছেন। একই সঙ্গে বিশ্বব্যাংকে থাকার সময়েও স্যারের দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে দেশ উপকৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।’ তিনি আরও বলেন, ‘স্যার চার বছরের বেশি সময় এখানে (মন্ত্রিপরিষদ বিভাগ) ছিলেন। ১৮৩টি মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত থেকে, দৃঢ়তার সঙ্গে সম্পন্ন করেছেন।’ মোশাররাফ হোসাইন ২০১১ সালের ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভা ও বিভিন্ন মন্ত্রিসভা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের মূল দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভা ও এর কমিটিগুলোকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় করা। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কাজের তদারক করে থাকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্বয় সাধনও মন্ত্রিপরিষদ বিভাগের অন্যতম দায়িত্ব। সরকারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ের অন্যতম ফোরাম সচিব সভা। মন্ত্রিপরিষদ সচিব এ সভার সভাপতি। তাছাড়া মন্ত্রিপরিষদ সচিব সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন পদগুলোতে পদোন্নতির সুপারিশকারী সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাপতি।