গাইবান্ধা প্রতিনিধি :
উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ব্রহ্মপুত্রের পানির চাপে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাঁধটির ২০০ মিটার ধসে যায়। এতে উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তত ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালি, খামার বোয়ালি ও তালুক বুড়াইলসহ তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, শুক্রবার ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির চাপে বাঁধ ধসে গেছে।