আন্তর্জাতিক ডেস্ক:
আমেরিকার ক্যালিফোর্নিয়া বিমানঘাঁটির কাছে একটি এফ-১৮ বিমান বিধ্বস্ত হয়ে একজন মেরিন পাইলট নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন মেরিন কোরের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জন ডেভিস।
তিনি জানান, বিমান স্টেশন মিরামারের কাছে প্রশিক্ষণ নেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন এ সেনা কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহত পাইলটের পরিবারকে জানানোর পরপরই তার নাম প্রকাশ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্য আকাশে বিমানটি ভেঙে যায় এবং আগুনের কুণ্ডলির মতো হয়ে মাটিতে পড়ে। গত মে মাস থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর অন্তত চারটি এফ-১৮ সুপার হর্নেট জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে মে মাসে প্রশিক্ষণের সময় একদিনের সংঘর্ষে দুটি সুপার হর্নেট বিমান ধ্বংস হয়েছিল। এছাড়া, জুন মাসে মার্কিন নৌবাহিনীর ব্লু অ্যাঞ্জেলস এরিয়াল অ্যাক্রোবেটিক টিমের একটি এফ-১৮ বিমান বিধ্বস্ত হলে আরেক পাইলট নিহত হয়।