আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ১৫ রুপি (১৭ টাকা) ঋণ নেয়ার ঘটনার জের ধরে দলিত সম্প্রদায়ের এক দম্পতিকে নৃশংসভাবে খুন করেছে উচ্চ বর্ণের এক হিন্দু মুদি দোকানি। এদের মধ্যে স্বামীকে গলা কেটে এবং স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই খুনের ঘটনা ঘটেছে। অশোক মিশ্র নামের ওই মুদি দোকানির কাছ থেকে বাকিতে বিস্কুট কিনেছিল। দোকানি পাওনা টাকা চাইলে দলিত সম্প্রদায়ের ওই দম্পতি ঋণ পরিশোধে সময় চায়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দম্পতিকে হত্যা করে দোকানি। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতে এক সময় ‘অচ্ছুত’ নামে পরিচিত ছিল দলিত সম্প্রদায়। দেশটির সবচে নিম্নবর্ণের সম্প্রদায় দলিতরা। হত্যাকাণ্ডের শিকার ওই দম্পতি কাজে যাওয়ার সময় খুনের ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছে পুলিশ। এটা মনিপুরি জেলার ঘটনা। ওই দম্পতির তিন সন্তান আছে।