স্পোর্টস ডেস্ক :
গঞ্জালো হিগুয়েনকে বেশ ভালোভাবে চেনেন-জানেন। আর্জেন্টিনার জাতীয় দলে নাপোলির সাবেক এই স্ট্রাইকারের সঙ্গ পেয়েছেন। মাঠে তার খেলা উপভোগ করেন। এবার জুভেন্টাসে হিগুয়েনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার সুযোগ হচ্ছে পাওলো দিবালার। জানালেন, হিগুয়েনের সঙ্গে বন্ধুত্বটা আরো বেড়ে গেল।
গত মঙ্গলবার রেকর্ড ট্রান্সফার-ফিতে নাপোলি ছেড়ে জুভেন্টাসে যোগ দেন হিগুয়েন। ফুটবল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার এখন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। হিগুয়েনকে দলে নিতে জুভরা খরচ করেছে ৯ কোটি ইউরো। আগামী চার বছরের জন্য ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
হিগুয়েনকে পেয়ে রোমাঞ্চিত দিবালা বলেন, ‘জাতীয় দলে গঞ্জালোকে আমি দেখেছি। আবারো তাকে পেলাম। তাই বন্ধুত্বটা আরো বেড়ে গেল। গত কয়েক দিনে তার সঙ্গে বেশ কিছু বার্তা আদান-প্রদান করেছি। গঞ্জালো আমাকে বলেছেন এই ক্লাবে (জুভেন্টাসে) খেলতে কতটা আগ্রহী ছিলেন তিনি।’
হিগুয়েনকে অভিনন্দন জানিয়ে দিবালা বলেন, ‘তিনি এখন খুব খুশি। আমরা তাকে স্বাগত জানিয়েছি। তার ফুটবল শৈলি ক্লাবটিকে আরো এগিয়ে নেবে।’