ক্রীড়া ডেস্ক :
আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।
প্রথমার্ধে টটেনহ্যামের উপর আঘাত হানেন উরুগুয়ের তারকা ডিয়াগো গডিন। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুই ম্যাচ হারতে হলো কোচ মাউরিসিও পোচেতিনোর শিষ্যদের। গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।
এবার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ চার মহাদেশ ব্যাপী হচ্ছে। চীন, অস্ট্রেলিয়া ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের সুইডেন, ইংল্যান্ড আয়ারল্যান্ড ও স্টকল্যান্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ অ্যাটলেটিকোর বিপক্ষে বেশ কয়েকবার আক্রমণ করেছিল টটেনহ্যাম। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি কোনো গোল করতে পারেনি।
ম্যাচের ৪০ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। ফ্রি কিক থেকে যাওয়া বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয়েছিলেন ইংলিশ ক্লাবটির ডিফেন্ডার ওয়ালকেস। সুযোগ পেয়ে বল জালে জড়িয়ে দেন মাদ্রিদ ডিফেন্ডার গডিন। এই গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ ডিয়াগো সিমিওনের শিষ্যরা।