স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ফেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন জালাতন ইব্রাহিমোভিচ। সেখান থেকে রাজার মতোই বিদায় নিয়েছেন তিনি। ফরাসি ক্লাবটির সঙ্গে চার বছরের বন্ধন ছিন্ন করে এবার যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটে। অভিষেক ম্যাচেই খাদের কিনারে থাকা ইংলিশ ক্লাবটিকে পথ দেখালেন ইব্রা। প্রাক-মৌসুমে চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের খেলায় সুইডিশ তারকার অসাধারণ নৈপুণ্যে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে ম্যানইউ। শনিরাবের ম্যাচটি ইব্রার জন্য আরেকটি কারণে বিশেষ কিছু। ম্যানইউর হয়ে প্রথম ম্যাচটি খেললেন নিজ দেশের শহর গোটেনবার্গে। ঘরের ছেলের খেলা উপভোগ করতে দর্শক ছিল নিয়া উলেভি স্টেডিয়ামের গ্যালারিতে কানায় কানায় ঠাসা। ম্যাচটিকে ইব্রা স্মরণীয় করে রাখলেন মাত্র ৪ মিনিটের মাথায় গোল করে। আন্তোনিও ভালেন্সিয়ার ক্রস থেকে পাওয়া বলটি বাইসাইকেল কিকে গ্যালাতাসারাইয়ের জালে জড়ান তিনি। এই শটটিই তার অতি প্রিয়। ম্যানইউতে তার গোলের শুরুটাও হলো সেই প্রিয় শট দিয়ে। সত্যিই অসাধারণ! ম্যানইউর পক্ষে জোড়া করেছেন ওয়েন রুনি। আর একটি করে গোল আদায় করে নিয়েছেন মরুনে ফেলাইনি ও হুয়ান মাতা। গ্যালাতাসারাইয়ের পক্ষে লক্ষ্যভেদ করেছেন সিনান গুমুজ ও ব্রুমা। – See more at: http://www.deshebideshe.com/news/details/80452#sthash.4uSwmFVj.dpuf