স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান যখন সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যাচ্ছিলেন, তখনই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মনে এক ধরণের খচখচানি ছিল। শেষ অবধি ‘কাটার মাস্টার’-এর পরিণতিটা ভয়াবহই হল। কাঁধের ইনজুরি নিয়ে ছয় মাসের মত মাঠের বাইরেই চলে যেতে হল বাঁ-হাতি এই পেসারকে।
মুস্তাফিজের এই মুহূর্তে কেমন লাগছে, সেটা সবচেয়ে ভাল অনুমান করতে পারেন মাশরাফি। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বললেন, ‘একজন খেলোয়াড়ের জন্য এটা খুবই কঠিন পরিস্থিতি। খুব অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় এ রকম সময়ে।’
তবে, মুস্তাফিজ দৃষ্টির বাইরে চলে যাবেন না বলেই বিশ্বাস মাশরাফির, ‘মুস্তাফিজের খুব বেশি সমস্যা হবে না। কারণ, সে কখনো আড়ালে হারিয়ে যাবে না। সবাই তার ফেরার অপেক্ষায় থাকবে। বিসিবি, জাতীয় দল, মিডিয়া, সমর্থক—সবাই তাঁর দিকে তাকিয়ে থাকবে। এসবে সে একটা মানসিক সমর্থন পাবে, যেটা এ মুহূর্তে খুব বেশি দরকার।’