আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে নিহত যুক্তরাষ্ট্রের একজন মুসলমান সেনা সদস্যের মায়ের সম্পর্কে অবজ্ঞাসূচক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত হুমায়ুন খানের বাবা খিজির খান গত ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনে সপ্তাহে ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দেন। আবেগপূর্ণ বক্তৃতায় তিনি বলেন, ‘দেশের জন্য ট্রাম্প কাউকে বা কোন কিছুই হারাননি।’ এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী গাজালা খান।
এ ব্যাপারে ট্রাম্প এবিসি টেলিভিশনের দিস উইক অনুষ্ঠানে বলেন, ‘আপনারা হয়ত খেয়াল করেছেন বক্তব্য দেয়ার সময় তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে ছিলেন। তার কোন বক্তব্য ছিল না। হয়ত তাকে সেখানে কথা বলারই অনুমতি দেয়া হয়নি।’
দেশের জন্য জীবন দানকারী একজনের মা সম্পর্কে এমন অভব্য বক্তব্যের সমালোচনা করে দেশটির রাজনীতিকরা বলছেন, একজন বীরের মা সম্পর্কে এমন কথা বলা উচিৎ হয়নি ট্রাম্পের।
২০০৪ সালে বাগদাদে ২৭ বছর বয়সী হুমায়ুন খান নিহত হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রায় পুরোটা সময় জুড়েই বিতর্কের কেন্দ্রে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবী তুলেছিলেন। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেও সমালোচিত হয়েছিলেন তিনি।