আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকান স্কাইডাইভার লুক এইকিন্স। প্যারাস্যুট ছাড়াই শনিবার ২৫ হাজার ফুট (৭ হাজার ৬২০ মিটার) ওপর থেকে লাফিয়ে নিচে টাঙানো একটি নেটে পড়েন তিনি।
লুক এইকিন্স সুস্থ আছেন। এর আগে এতো উঁচু থেকে কেউ প্যারাস্যুট ছাড়া লাফিয়ে পড়ার সাহস দেখাননি।
এইকিন্সের এই সাহসী কার্যক্রমটি ফক্স টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের সিমি ভ্যালিতে ‘ডেড সেন্টার’ নামে টাঙিয়ে রাখা ১০০ বর্গফুটের একটি জালের মধ্যে ২৫ হাজার ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়েন এইকিন্স।
৪২ বছর বয়সী এইকিন্সের সময় লেগেছে ২ মিনিট। ঘণ্টায় ১৯৩ কিলোমিটার গতিতে জালে এসে পড়েন তিনি। পরে সেখান থেকে প্রথমে তার স্ত্রী ও সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন।
লাফ দেয়ার আগ মুহূর্তে ভয় পাচ্ছিলেন জানিয়ে এইকিন্স বলেন, এত ওপর থেকে লাফ দিয়ে জালে পড়তে না পারলে মারা যেতাম। লক্ষ্যে অটুট থাকায় সফল হয়েছি।
তিনি বলেন, আমি আমার দেহকে শূন্যে ভাসিয়েছে, সত্যিই অদ্ভুত অনুভূতি।