Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
প্রবৃদ্ধিতে কানাডাকে ছাড়িয়েছে বাংলাদেশ : গভর্নর

প্রবৃদ্ধিতে কানাডাকে ছাড়িয়েছে বাংলাদেশ : গভর্নর

২৪ ঘন্টা খবর : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন, প্রবৃদ্ধিতে কানাডাকে ছাড়িয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে জয়পুর হাটের সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রশিক্ষণ প্রাপ্ত দুগ্ধ খামারিদের মাঝে কৃষি ঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আতিউর রহমান বলেন, ‘আমরা যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদস্য হই তখন চাঁদা দিতে সহায়তা করেছিল কানাডা। আজ প্রবৃদ্ধিতে তাদের আমরা পেছনে ফেলেছি। এই ধারা অব্যাহত থাকলে এবছর আমাদের প্রবৃদ্ধির অর্জন চায়নার থেকেও বেশি হবে।’ আমরা ১৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘আগে দদ্রিরদের মাঝে প্রাইভেট ব্যাংকগুলো এগিয়ে আসতো না। এখন তারা এগিয়ে আসছে। কারণ তারা দেখেছে বড়রা ঋণ নিলে ঋণ ফেরত দিতে চায় না। কিন্তু দরিদ্ররা ঋণ সহজে ফিরিয়ে দিচ্ছে। তাই আজকে তারা ঋণ দিতে এই রকম খোলা মাঠে চলে এসেছে।’ আজ ১৫টি ব্যাংক ও একটি এনজিও কৃষি ঋণ, দুগ্ধ উৎপাদন, মৎস চাষ, পশু পালনসহ বিভিন্নখাতে ৫৮ লাখ টাকার বেশি ঋণ দিয়েছে। এ ছাড়া প্রায় ৩১ কোটি টাকা বিতরণকৃত ঋণের মাধ্যমে যারা সফল উদ্যোক্তা হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মননা জানান হয়। সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বিঞ্চু পদ সাহা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভা মেয়রসহ বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রংপুর স্টেডিয়ামে আন্তঃব্যাংক ফুটবল টুনামের্ন্ট উদ্ধোধন কালে গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের প্রত্যেক শাখা অফিসের জন্য লেখার মাঠ করা হবে।’ তিনি বলেন, ‘শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে। মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে। শরীর ঠিক থাকলে ব্যাংকিং খাত ঠিক থাকবে। খেলাধুলা করলে কাজের স্পৃহা বাড়ে। আর এজন্য বাংলাদেশ ব্যাংকের প্রত্যেক শাখা অফিসের জন্য আলাদা আলাদা মাঠের ব্যবস্থা করা হবে।’ বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক দ্বিতীয় গভর্নর টুনামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম.মাহফুজুর রহমান, রংপুর অফিসের মহাব্যবস্থাপক খুরশিদ আলম, রংপুর ব্যাংক ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনের সফরে ২৪ অক্টোবর শনিবার থেকে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা নীলফামারী, রংপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া সফর করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এ সময় সদ্য বিলুপ্ত ছিটমহল পরিদর্শন, ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

October 2015
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Scroll To Top