স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের নবম ম্যাচে পরাজয় দেখেছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। শনিবর সেইন্ট লুসিয়া জোউকসের কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হার মানে তারা। প্রথমে ব্যাট করে এদিন দুর্দান্ত শুরু করে সেইন্ট লুসিয়া জোউকস। মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ করে ড্যারেন স্যামির দল। কিন্তু ২০৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানেই থেমে যায় জ্যামাইকা তালাওয়াস। এর ফলে ৬৩ রানের বড় ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছাড়েন গেইল-সাকিবরা। অথচ জ্যামাইকা তালাওয়াসের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দেন সাকিব। ৪ ওভার বল করে ৬.২৫ ইকোনোমিক রেটে মাত্র ২৫ রান দেন তিনি। বিনিময়ে প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চালর্সের (৫৯) উইকেটও লাভ করেন তিনি। কিন্তু ব্যাট হাতে দলের প্রয়োজনীয় মূহুর্তে খুব বাজে পারফর্ম করেন সাকিব আল হাসান। মাত্র শূন্য রান করেই ডেলর্ন জনসনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এর ফলে তার দলও বড় ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।