স্পোর্টস ডেস্ক : ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মনে করেন আর্জেন্টাইন যাদুকর লিওনের মেসি দিয়াগো ম্যারাডোনা ও পেলের থেকে সেরা ফুটবলার।
তার ভাষ্য,‘আমার মতে ম্যারাডোনা ও পেলের থেকে মেসি অনেক ভালো।’ বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে পোপ ফ্রান্সিস মেসিকে নিয়ে কথা বলেন।
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে শিরোপা হারের পর অবসর নেন লিওনেল মেসি। অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরতে তাকে অনুরোধ করেছে অনেকে। এ তালিকায় রয়েছে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী, দিয়াগো ম্যারাডোনাসহ আরও অনেকে। জাতীয় দলে ফিরবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় তবে বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরেছেন এ সুপারস্টার। দীর্ঘ বিশ্রাম নিয়ে শনিবার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ফিরেছেন মেসি। ম্যাচে সেল্টিকের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় কাতালানরা।