নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর সিদ্দিক জানান, সিলেট অভিমুখী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দুই পুরুষ নিহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত একজনের বয়স আনুমানিক ৬০ এবং অপরজনের ৩০ বছর। মৃতদেহ দুটি হাইওয়ে থানায় রয়েছে বলে জানিয়েছেন ওসি।