ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে আরো ১৫ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে।
রোববার রাত ৯টার দিকে এ বাঁধ ভেঙে যায়। এতে নতুন করে আরো অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্তরা বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। ফসলসহ বাড়ির আসবাব পানিতে ভেসে গেছে।
অপরদিকে বাঁধে আশ্রয় নেওয়া মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।