নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
ঘটনার পরদিন হরিমোহনের বোন দিপালি রায় বাদী হয়ে উপজেলার ভুজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালের ১৩ মার্চ আসামি নিদাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৯ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। এরপর মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত আসামি নিদাদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। মামলার শুরু থেকেই আসামি নিদাদ পলাতক রয়েছে।