ছেলে নয়, মেয়ের বাবা হচ্ছেন সাকিব!
Posted by: admin
October 26, 2015
in খেলাধুলা
Leave a comment
ক্রীড়া ডেস্ক : চলতি বছরের জুলাই মাসে হঠাৎ গুঞ্জন উঠল, বাবা হচ্ছেন সাকিব আল হাসান। কিছুদিন পরে অবশ্য বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে তাদের প্রথম সন্তানটি ভূমিষ্ঠ হবে সাত সাগর তের নদীর ওপারের দেশ যুক্তরাষ্ট্রে। প্রথমদিকে বোঝা গিয়েছিল ছেলের বাবা হচ্ছেন সাকিব। কিন্তু না। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব জানান, তার প্রথম সন্তান ছেলে নয়, মেয়ে। সকালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি শেয়ার করে সেখানে সাকিব লিখেন, ‘রাজকন্যার আগমনের ক্ষণগণনা শুরু।’ সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শুরুতে প্রথম সন্তানের বাবা হবেন সাকিব আল হাসান। বর্তমানে ছুটি নিয়ে স্ত্রীর পাশে আছেন তিনি। উল্লেখ্য, ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। চলতি বছরের ১২.১২.১৫ তারিখে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। এর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পতি।
2015-10-26