আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের সংসদ মজলিশে শূরায়ে ইসলামীর প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করাই আমেরিকার প্রধান লক্ষ্য।
তিনি ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার পর এখন মার্কিন কর্মকর্তারা আলোচনার টেবিলে সিরিয়া সরকারের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে।
আমির আব্দু্ল্লাহিয়ান ইরান সফরকারী সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টিফেন ডি মিস্তোরার তেহরান সফরের কথা উল্লেখ করে এসব কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মার্কিনীরা রাজনৈতিক অঙ্গন থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সরিয়ে দেয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
আমির আব্দুল্লাহিয়ান ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনকে বড় ধরণের ভুল আখ্যায়িত করে বলেছেন, আলে সৌদ পরিবারের অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দেয়া ইয়েমেনে হামলার উদ্দেশ্য।