আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত দক্ষতার পরিচয় দেয়ায় নিজ দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ার সেনাবাহিনীর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (রোববার) প্রেসিডেন্ট আসাদ সেনাদের উদ্দ্যেশে বলেন, ‘জাতীয় কর্তব্য পালনে আপনারা অত্যন্ত দৃঢ়চেতা এবং বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে আপনারা যেসব সাফল্য অর্জন করেছেন এটাই প্রতিয়মান হয় যে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং তাদেরকে নির্মূলে সিরিয়ার সেনাবাহিনীই সবচেয়ে সক্ষম এবং চৌকস বাহিনী।’
তিনি বলেন, সিরিয়ার ইতিহাসে সেনাবাহিনী কঠিন সময় অতিক্রম করছে। তাই বিজয় অর্জন নিশ্চিত করতে হলে এবং সিরিয়ার জনগণের কাঙ্খিত উজ্জ্বল ভবিষ্যত রচনা করার লক্ষ্যে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে। সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে যেসব সেনা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আসাদ।এছাড়া, যারা আহত হয়েছেন তারা শিগগিরি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, সিরিয়ার সেনাবাহিনী গতকাল (রোববার) রাজধানী দামেস্কের ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে দেই আয-জোর শহরের দক্ষিণ-পূর্ব অংশে তাকফিরি দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে। এতে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।