আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকারি বাহিনীর চূড়ান্ত অভিযান শুরু হয়েছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের কবল থেকে শহরটিকে উদ্ধারের অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এ সংঘর্ষ শুরু হয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। সংগঠনটি বলছে, শহরের উপকণ্ঠে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ শুরু হয়েছে। সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলছেন, আলেপ্পো দখলের এ লড়াই হবে ‘দীর্ঘ এবং কঠিন’। চূড়ান্ত অভিযান শুরুর আগে শহর ছেড়ে বেসামরিক লোকজনের চলে যাওয়ার জন্য সরকার নিরাপদ করিডর প্রতিষ্ঠা করে এবং বহু লোক চলেও গেছে।
এদিকে, আলেপ্পোর আবাসিক এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গোলায় কয়েক ডজন বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রকাশিত খবর অনুযায়ী, এর মধ্যে একটি শিশুও রয়েছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। ২০১২ সালে দখল করে নেয় সন্ত্রাসীরা। তবে এরইমধ্যে সিরিয়ার সেনারা আলেপ্পো শহরের অংশবিশেষ মুক্ত করতে সক্ষম হয়েছে।