আন্তর্জাতিক ডেস্ক :
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের খালিদিয়া দ্বীপ পুরোপুরি মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির সামরিক বাহিনী। এ অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়েছে।
আনবার প্রদেশের অভিযানের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইসমাইল আল-মাহলাভি দেশটির সুমারিয়া টেলিভিশনকে জানিয়েছেন, খালিদিয়া দ্বীপটি নিরাপত্তা বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকাটি রাজধানী বাগদাদ থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তিনি জানান, বোমা বিশেষজ্ঞ দল এখন সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে। সংঘর্ষ শুরুর আগে উগ্র সন্ত্রাসীরা ওই এলাকায় বোমার ফাঁদ পেতেছিল।
এদিকে, ইরাকের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রায়েদ শাকের জাওদাত জানিয়েছেন, শুধু ইরাকি পুলিশের হাতেই মারা গেছে ২০০ সন্ত্রাসী। এছাড়া, অভিযানের সময় ২৫০টি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ।
অন্যদিকে, উত্তর বাগদাদে দায়েশ সন্ত্রাসীদের স্বঘোষিত গভর্নর তার বহু সঙ্গীসহ মার্কিন বিমান হামলায় মারা গেছে বলে খবর বের হয়েছে। ইরাকের সন্ত্রাস-বিরোধী গোয়েন্দা ইউনিটের তথ্যের ভিত্তিতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী।