আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির আম আদমি পার্টির (আপ) বিধায়ক শারদ চৌহানকে পুলিশ গ্রেফতার করেছে। সোনি নামে আম আদমি পার্টির এক নারী কর্মীর আত্মহত্যা মামলায় শনিবার গভীর রাতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে।
আজ (রোববার) আম আদমি পার্টির নেতা আশুতোষ এ নিয়ে টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘মোদির প্রতিশোধ নেয়া অব্যাহত রয়েছে। আম আদমি পার্টির আরো এক বিধায়ক গ্রেফতার হয়েছেন। মোদির পুলিশ কয়েক মিনিট আগে শারদ চৌহানকে গ্রেফতার করেছে।’
আশুতোষ অবশ্য পরে তার টুইটার বার্তা মুছে ফেলেন। যদিও তার আগেই ২০৪ জন লোক ওই বার্তাকে রিটুইট করেন। আশুতোষ অন্য এক টুইটার বার্তায় বলেন, ‘আরো এক আপ বিধায়ক গ্রেফতার। মোদি কী পাগল হয়ে গেলেন? উনি কী নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন? যদি পিএম এ ধরণের ক্রোধ এবং প্রতিহংসার সঙ্গে কাজ করেন তাহলে কী দেশ নিরাপদ আছে!’
আম আদমি পার্টির নারী কর্মী সোনির আত্মহত্যার ঘটনায় যোগ থাকার জন্য শারদ চৌহানের পাশাপাশি পূর্বের তদন্ত কর্মকর্তাসহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নরেলা থানার পুলিশের এক এএসআইও রয়েছে।
আম আদমি পার্টির বিধায়ক শারদ চৌহান ও তার ব্যক্তিগত সহকারীকে গত বৃহস্পতিবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।
আম আদমি পার্টির নারী কর্মী সোনি দলীয় বিধায়ক শারদ চৌহানের ঘনিষ্ঠ রমেশ ভরদ্বাজের বিরুদ্ধে শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগ করেন। দলীয় নেতৃত্বের কাছে এ নিয়ে বার বার অভিযোগ করেও কোনো ফল হয়নি। গত ২ জুন রমেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে একদিনের মধ্যেই ছাড়া পেয়ে যান অভিযুক্ত রমেশ। এর পর থেকে ওই নারীর ওপর অত্যাচার আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে তোলায় অবশেষে অতিষ্ঠ হয়ে গত ১৯ জুলাই ওই নারী কর্মী ঠাণ্ডা পানীয়’র মধ্যে বিষ মিশিয়ে আত্মহত্যা করেন।
তার মৃত্যুর পর পরিবারের লোকজন অভিযোগ করেন বিধায়কের মদদেই রমেশ তাকে উত্যক্ত করতেন। আত্মহত্যার কয়েকদিন আগেই বিধায়ক শারদ চৌহানের বিরুদ্ধে হয়রানির মামলা দায়ের করেন। পুলিশ এ ব্যাপারে অভিযোগ পেয়ে সেসময় তার বিরুদ্ধে ৫০৯ এবং ৫০৬ ধারা মোতাবেক মামলা দায়ের করেছিল।
এভাবে পরপর দলীয় বিধায়করা বিভিন্ন কারণে গ্রেফতার হওয়ায় আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ফের ধাক্কা খেলেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ইতোপূর্বে দলটির ১০ জন বিধায়ক গ্রেফতার হয়েছেন। শারদ চৌহানকে নিয়ে এবার গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ১১ জনে।