আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গত ১৫ জুলায়ের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে আটক শত শত সেনাকে শনিবার মুক্তি দেয়া হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। ইস্তাম্বুলের এক আদালতের নির্দেশে শনিবার বিশেষ আইনের আওতায় আটক ৭৫৮ সেনাকে মুক্তি দেয়া হয়েছে। ব্যার্থ অভ্যুত্থানে জড়িত থাকার কোনো প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দেয়ার সুপারিশ করেন ওই আদালদের এক বিচারক। ফলে সরকার তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। শনিবার রায় দেয়ার সময় বিচারক বলেন, এসব সেনা ও সামরিক বিভাগের ছাত্রদেরকে অহেতুক আটকে রাখা হয়েছে। প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে এখনও দেশটিতে বিনা বিচারে ২৩১ জন সেনাকে আটকে রাখা হয়েছে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের জারিকৃত নতুন ডিক্রির আওতায় মোট ৯৮৯ সেনাকে আটক করা হয়। ওই আইনে যে কোনো ব্যক্তিকে বিনাবিচারে ৩০ দিনের বেশি সময় আটক করে রাখার বিধান রয়েছে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর একই সঙ্গে গোটা দেশ জুড়ে ৩ মাসের জরুরি অবস্থাও বলবৎ করা হয়েছে।