নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার ভোরে মতিহার থানার আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, আশরাফের মোড় এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল রাতে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।