আন্তর্জাতিক ডেস্ক :
সোমবার পেনসিলভানিয়াতে এক র্যালিতে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হিলারির প্রাক্তন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমালোচনা করেন ট্রাম্প। হিলারিকে সমর্থন দেওয়ায় এ সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তিনি (স্যান্ডার্স) শয়তানের সঙ্গে চুক্তি করেছেন। হিলারি শয়তান।’
এর আগে গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান ইরাক যুদ্ধে নিহত তার ছেলে মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের আত্মত্যাগ স্মরণ করে ভাষণ দেন। ভাষণে তিনি মুসলমানবিরোধিতার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। এর দুদিন পরেই ওই বক্তব্যের জন্য খিজির খান ও তার স্ত্রী গাজালা খানের সমালোচনা করে বক্তব্য রাখেন ট্রাম্প। এর জের ধরে ইতিমধ্যে খোদ রিপাবলিকান দলের ভেতরেই জ্যেষ্ঠ নেতারা ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন।