ক্রীড়া প্রতিবেদক :
বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তনের অনেকটা কৃতিত্ব মুস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক ক্রিকেটে তার আগমনের পর পরই বাংলাদেশের দৃশ্যপট পাল্টে যায়। নতুন করে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে পরিচিত হয়। সেই মুস্তাফিজকে ছাড়াই ক্রিকেটের দুই পরাশক্তির বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিষয়টি অনেক চ্যালেঞ্জিং তা স্বীকার করেছেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের আল-আমিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের অনেক বড় একটা সম্পদ। প্রত্যেকটা দলই ওকে নিয়ে আলদা পরিকল্পনা করে, কিন্তু তা কাজে লাগে না। এটা একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে আমাদের কাজটা সহজ হয়ে যায়। যেমন সাকিব ভাই, মুস্তাফিজ একপাশ থেকে ব্যাটসম্যাদের চাপে রাখে। তখন অন্যপাশ থেকে যারাই আসছে তারা উইকেট নিচ্ছে। সেক্ষেত্রে মুস্তাফিজকে অনেক মিস করব। ওসব জায়গায় ওর অভাব পূরণ চ্যালেঞ্জিং। যত দ্রুত ও সুস্থ হয়ে উঠবে, তত দ্রুত আমাদের উপকার হবে।’
তবে এ চ্যালেঞ্জকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন আল-আমিন। তার ভাষ্য, ‘দেখুন এক বছর আগেও কিন্তু মুস্তাফিজ দলে ছিল না। তখন কিন্তু বাংলাদেশ দল ভালো খেলেছে। এখন যারা আছে তারা ওর জায়গায় আসবে। ও নেই ওর জায়গায় যে আসবে তাকে এমনভাবে পারফর্ম করার চেষ্টা করতে হবে যেন ওর অভাব পূরণ হয়। কারণ সবাই ভাববে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ দল কিছু না। কিন্তু আসলে তা হয় না। একজন খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, একজনের খারাপ সময় যেতে পারে। আমরা যারা আছি অবশ্যই দায়িত্ব বেড়ে যাবে। কারণ ও খুব ভালো করছিল। ওই ভালোটা যাতে আমাদের দ্বারা হয় সেই চেষ্টাই করব। তবে আমরা কেউ ওর মতো হয়তো করতে পারব না, কারণ ও তো এক্সেপ্সনাল।’