নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। গতরাত আড়াইটার দিকে হাজারীবাগ ট্যানারি মোড় এলাকা ঘেরাও করে মেস-বাসায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা শিবিরকর্মী বলে দাবি পুলিশের। তাঁদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদও জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগ ট্যানারি এলাকায় মেস ও বাসাবাড়িতে তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে রাত আড়াইটার দিকে ১৪ জনকে আটক করা হয়। এসআই আরো জানান, বিশেষ নির্দেশনায় প্রতিরাতেই বিভিন্ন এলাকায় জঙ্গি দমনে নিয়মিত তল্লাশি অভিযান (ব্লক রেইড) চালানো হচ্ছে।