নিজস্ব প্রতিবেদক : ফেনীতে ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে জাহাঙ্গীর দরজি নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি ফেনী শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)। মঙ্গলবার রাতে শহরের কলেজ রোডে এলাকার শহীদ মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ইয়াবা ব্যবসায়ী আসামী শরিফুল ইসলাম শরিফকে (২১) ছুরিসহ আটক করেছে পুলিশ। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, ছিনতাইকারী সন্দেহে পুলিশ রাতে একটি মোটরসাইকেলকে ধাওয়া করে। এসময় মোটরসাইকেল আরোহী শরিফকে পুলিশ আটক করলে শরিফ পুলিশের উপর হামলা চালায়। তার কোমরে থাকা ছুরি দিয়ে সহকারী উপপরিদর্শক জাহাঙ্গির দরর্জিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। আহত সহকারী উপপরিদর্শক জাহাঙ্গিরকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকা মুক্ত বলে জানিয়েছে পুলিশ। এদিকে আটককৃত শরিফকে জিঙ্গাসাবাদে পুলিশ জানতে পারে সে ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মাদক চোরাচালানের মামলা রয়েছে। আসামি শরিফ জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকার রবিউল হকের ছেলে। পুলিশের উপর হামলা ও দেশীয় অস্ত্র বহনের দায়ে পুলিশের কাজে বাধাদান ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।