নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে নগরীর খড়খড়ি আশরাফের মোড় এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত ৩টার দিকে নগরীর খড়খড়ি আশরাফের মোড়েও অভিযান চলছিল। অভিযানে গেয়েন্দা পুলিশ ও মতিহার থানার একটি টিম অংশ নিয়েছিল। এ সময় আশরাফের মোড় থেকে সামান্য একটু সামনে অগ্রসর হলে অজ্ঞাত দুর্বৃত্তরা সন্ত্রাসীরা পুলিশ লক্ষ্য করে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে নিহত ওই দুর্বৃত্তের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ইফতেখায়ের আলম। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, অভিযান চলাকালে ওই স্থান থেকে আর অন্য কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বিস্ফোরিত ককটেলের পরিত্যক্ত অংশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, আমরা খুব দ্রুত বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাশটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। কিন্তু এখনো হাসপাতালে নিহত যুবকের কেউ খোঁজ নিতে আসেনি বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। রামেক হাসপাতাল সূত্র জানায়, রাজশাহী মহানগর পুলিশের একটি দল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসার অনেক আগেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলেও সূত্রটি জানায়। এ বিষয়ে রামেক পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, দিবাগত রাত সাড়ে ৪টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে গুলিবিদ্ধ একটি লাশ নিয়ে আসে পুলিশ। তবে লাশটির কোনো পরিচয় কিংবা নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।