নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার
Posted by: admin
October 26, 2015
in বরিশাল বিভাগ
Leave a comment
২৪ ঘন্টা খবর :চাঁদাবাজির অভিযোগে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ডাকা নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পুলিশ অভিযুক্ত সুমনকে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় বাস ধর্মঘট ত্যাহার করে নেওয়া হয়। রোববার রাত ৯টার দিকে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জানান, চাঁদাবাজ সুমনকে পুলিশ গ্রেফতারের আশ্বাস দেওয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, মালিক সমিতির নেতারা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। এদিকে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি সরদার আলমগীর হোসেন আলম জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকায় সুমন নামে এক চাঁদাবাজ বিভিন্ন বাস থেকে চাঁদা দাবি করার প্রতিবাদে রোববার সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। এ ছাড়া সুমন বাস গাড়ির সময় নিয়ন্ত্রকের চাকরিও দাবি করে। তাকে চাকরি না দিলে নড়াইল-যশোর-খুলনা রুটে বাস চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় সুমন। এ ঘটনায় মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, সারা দিন বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকসহ যাত্রী সাধারণ।
2015-10-26