নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্র্বচান্দরা বোর্ডমিল এলাকায় ১০ম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আটককৃত ধর্ষক উপজেলার রতনপুর এলাকার দুলাল মিয়ার ছেলে শরিফ (১৯)। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই এলাকার এক গৃহিণী মেয়েকে বাসায় রেখে ডাক্তারের কাছে যান। এ সুযোগে খালি বাড়ি পেয়ে অভিযুক্ত ধর্ষক শরিফ তার বন্ধু বারেক হোসেনের সহযোগিতায় ঘরের ভিতরে ডুকে ধর্ষণ করে।
এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে ধর্ষিতা বিষয়টি তার মাকে মোঠোফোনে জানায়। ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয় মাতাব্বররা বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে। মঙ্গলবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে এসআই মুক্তি মাহমুদ ধর্ষককে আটক করে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শরিফকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এবং ওই স্কুলছাত্রীকে মেডিকেল চেকআপের জন্য গাজীপুর তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ও ২২ ধারা জবানবন্দির জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।