নিজস্ব প্রতিবেদক: বরিশাল সড়ক অবরোধের নামে গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ মামলায় নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারসহ ৩০ নেতাকর্মীর বিরদ্ধিে চার্জশিট দিয়েছে পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুল হক গতকাল থানা সংশ্লিষ্ট জিআরও শাখায় এ চার্জশিট জমা দিয়েছেন বলে জানিয়েছে জিআরও সূত্র। চার্জশিটে অভিযুক্ত অন্যান্য আসামিরা হলো- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর মীর একেএম জাহিদুল কবির, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর ফিরোজ আহম্মেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অলিউল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, মহানগর যুবদল নেতা মামুন মোল্লা, ২৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ আহম্মেদ, ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি কবির হোসেন খান, সাধারণ সম্পাদক কাওসার মোল্লা, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান চুন্নু, মহানগর জামায়াতের রোকন শামীম কবির, পশ্চিম জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট পলাশ ও ২৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাচ্চু ফরাজীসহ মোট ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, বিএনপি জামায়াত ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে গত বছরের ৩০শে জানুয়ারি রাত সাড়ে ১১টায় নগরীর শহিদ আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় অবস্থান নেয় আসামিরা। এ সময় সেখান থেকে একটি ট্রাক (ঢাকামেট্রো ট-১৪-৫০৫৫) যাওয়ার সময় আসামিরা ওই ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে ট্রাকের ড্রাইভার সফিউদ্দিন গুরুতর আহত হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিয়াউদ্দিন সিকদারকে প্রধান আসামি করে ৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন থানার এসআই শরীফ হোসেন। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরো ৩০-৪০ জনের নাম রাখা হয়েছে।