নিজস্ব প্রতিবেদক: ছাতকের গোবিন্দগঞ্জে হাঁস চড়ানো নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া ও গোয়াসপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় পাটিয়ারা খাল নিয়ে দু’গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধকৃত খালে গোয়াসপুর গ্রামের আফতাব আলী তার খামারের হাঁস চড়াতে গেলে খাগামুড়া গ্রামের লোকজন এতে বাধা দেয়। এর জের ধরে বাকবিতণ্ডা থেকে উভয় গ্রামের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত ছালিক মিয়া (২৬), আজাদ মিয়া (৩৫) ও আশ্রব আলী সুনু (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য আনর আলী, ফয়জুন নুর, মখলিছুর রহমান, আছাব আলী, বকুল মিয়া, আবদুল কাহার, তোফায়েল আহমদ, নুরুল ইসলাম, সায়েদ মিয়া, নাজমা বেগম, শফিকুর রহমানসহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার এসআই সৈয়দ আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।