নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে ছিন্নমূল পরিবারের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন।
ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তোতা মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তোতা মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের নারচি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের বারান্দায় গত দেড় মাস ধরে বসবাস করে আসছে তিন সদস্যের একটি ছিন্নমূল পরিবার।
হিন্দু সম্প্রদায়ের এই পরিবারের সদস্যরা বাঁশের তৈরি বিভিন্ন প্রকার ডালা, ঝুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই নারীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে চার যুবক পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি না করার জন্য হুমকিও দিয়ে চলে যায় বখাটেরা।
মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ধর্ষণের অভিযোগে তোতা নামের এক যুবককে আটক করে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ জানান, ধর্ষণের সঙ্গে জড়িত একজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।